** নিউট্রিশন ক্লাস রুম ওয়েবসাইটে সকল ছাত্র-ছাত্রীদের স্বাগত ** নিউট্রিশন সাবজেক্ট এর প্রথম বাংলা ওয়েবসাইট **

About Us

আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই।  আশা করছি তোমরা অনেকেই উপকৃত হচ্ছ আমাদের ওয়েবসাইট থেকে।  


এখন আসা  যাক কেন এই ওয়েবসাইট তৈরী করা ? 


আমরা সকলেই জানি যে নিউট্রিশন সাবজেক্ট এখন অনেক স্কুলেই পড়ানো হয়, এই সাবজেক্ট আগে এত বেশী স্কুলে পোড়ানো হতো না এবং কেউ পড়তেও চাইতো না।  এত সাবজেক্ট কম্বিনেশনস ও ছিল না।  যাইহোক আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অধীনে বিভিন্ন সাবজেক্ট এর স্টাডি মেটেরিয়াল খুঁজতে খুঁজতে দেখলাম যে এই নিউট্রিশন সাবজেক্ট টার কোনোরকম বাংলা বা স্টাডি ম্যাটেরিয়াল ইন্টারনেটে পাওয়া যায় না।  কিন্তু প্রথমে তা মেনে নিতে একটু অসুবিধা হলেও আরো একটু রিসার্চ করার পরে দেখি যে সত্যিই ইন্টারনেটে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অন্তর্ভুক্ত ক্লাস-XI ও ক্লাব-XII এর নিউট্রিশন বিষয়টির কোনোরকম বাংলা স্টাডি মেটেরিয়াল বা বই সঠিক ভাবে পাওয়া যায় না।  যেখানে অন্য সমস্ত মেইন স্ট্রিম সাবজেক্টগুলো খুব সহজেই পাওয়া যায় যেমন পদার্থবিদ্যা, রসায়নবিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, বায়োলজি, এডুকেশন, সংস্কৃত, কম্পিউটার এপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি। তখন থেকেই মাথায় এলো এমন একটা ওয়েবসাইট করার যে  টি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর ছাত্র-ছাত্রীরা সকলে বিনামূল্যে নিউট্রিশন সাবজেক্ট এর সমস্ত স্টাডি মেটেরিয়াল পায়। শুধু স্টাডি ম্যাটেরিয়ালসই নয় তোমাদের সব রকম সহায়তা করা হবে এই সাবজেক্ট সম্পর্কিত সবরকম সমস্যার।  সাথে তোমাদের সহযোগিতাও কামনা করি। 


যে কোনোরকম  সহায়তার জন্য Contact Us পেজ এ গিয়ে সমস্যার কথা জানাতে পারো, আমরা সঠিক সময় সঠিক উত্তর দিয়ে  সাহায্য করার চেষ্টা করবো।